রাজনীতি লোকসভা

তৃণমূল প্রার্থী বীরবাহা সরেন টুডুর মনোনয়নের মহামিছিলে ভাসল ঝাড়গ্রাম শহর

নজরে বাংলা, ঝাড়গ্রাম : তৃণমূল প্রার্থী বীরবাহা সরেন টুডুর মনোনয়নের মহামিছিলে ভাসল ঝাড়গ্রাম শহর। এদিন শহরের হিন্দু মিশন মাঠ থেকে তৃণমূলের মিছিল শুরু হয়। ধামসা-মাদল বাজিয়ে তৃণমূলের কয়েক হাজার কর্মী-সমর্থকেরা এদিন উপস্থিত হন। দুপুর ১টা ৪৫ মিনিটে তৃণমূল প্রার্থী বীরবাহা সরেন টুডুকে সঙ্গে নিয়ে ঝাড়গ্রাম জেলাশাসকের কার্যালয়ে এছাড়াও ঢোকেন। এছাড়াও মনোনয়নে উপস্থিত ছিলেন তৃণমূলের ঝাড়গ্রাম […]