দেশ বিজ্ঞান ও প্রযুক্তি

চাঁদের কক্ষপথে চন্দ্রযান-৩ এর প্রবেশের পর চাঁদের প্রথম ছবি প্রকাশ ইসরোর

বেঙ্গালুরু: একটি টুইটে ইসরো জানিয়েছে, মহাকাশযান সফলভাবে একটি পরিকল্পিত কক্ষপথ হ্রাসের অগ্রগতি সম্পন্ন হয়েছে। ইঞ্জিনের রেট্রোফায়ারিং এটাকে চাঁদের পৃষ্ঠের কাছাকাছি নিয়ে এসেছে, এখন ১৭০ কিমি x ৪৩১৩ কিমি। কক্ষপথ আরো কমানোর জন্য পরবর্তী অপারেশন ৯ই আগস্ট, ২০২৩ তারিখে ১৩:০০ থেকে ১৪:০০ ঘন্টা আইএসটি এর মধ্যে নির্ধারিত হবে। চাঁদের কক্ষপথে চন্দ্রযান-৩ এর প্রবেশের পর চাঁদের প্রথম […]