প্রভাস বিশ্বাস, গাইঘাটা (উত্তর চব্বিশ পরগনা): বর্ষবরণের দিনে শুরু হল সদানন্দের চড়ক মেলা। দেহে বরশি ফুটিয়ে চড়কের ঝাপে চতুর্দিক প্রদক্ষিণ করা। শিবের অলৌকিক ক্ষমতায় সন্ন্যাসীরা প্রতিবছরই এই চড়ক খেলায় অংশ নেন। শুধুমাত্র উপার্জনের জন্যই নয়, পুণ্য অর্জন কামনায় সন্ন্যাসীরা শিবের উপাসনায় চড়ক মেলায় আসেন। ৪৩ বছর আগে প্রয়াত সদানন্দ মহন্তর হাত ধরে যে চরক […]