ইলামবাজার, বীরভূম : “স্কুলগামী শিশুদের জন্য শিক্ষাগত সুবিধার অভাব” বিষয়ক এক আলোচনা সভার আয়োজন করা হলো ইলামবাজারের বারুইপুর গ্রামে সোমবার। ভারত সরকারের মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রনালয় অধীনে এই আলোচনা চক্র দেশব্যাপী চলছে। তারই অঙ্গ হিসেবে এদিন ইলামবাজারের বারুইপুর গ্রামে একটি আলোচনা সভা হয়। সেখানে শিশুদের শিক্ষার সুযোগ সুবিধা, বাল্য বিবাহ প্রতিরোধ সহ বিভিন্ন বিষয় […]