নয়াদিল্লি: ২০২৩-এর ২৫ জুলাই পর্যন্ত দেশে ডিজিসিএ অনুমোদিত রিমোট পাইলট ট্রেনিং অর্গানাইজেশন (আরপিটিও)-এর সংখ্যা ৬৩। ডিজিসিএ মধ্যপ্রদেশের নিম্নলিখিত তিনটি আরপিটিও-র অনুমোদন দিয়েছে – ১) ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় উড়ান অ্যাকাডেমি, গোয়ালিয়র ২) আল্টিমেট এনার্জি রিসোর্স প্রাইভেট লিমিটেড, ভোপাল ৩) ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় উড়ান অ্যাকাডেমি, ভোপাল সরকার ড্রোন এবং ড্রোনের উপকরণ ভারতে উৎপাদনে উৎসাহ দেওয়ার লক্ষ্য নিয়েছে যাতে স্বনির্ভর […]