দেশ

মেঘালয়ে এই প্রথমবার পৌঁছে গেল ইলেক্ট্রিক ট্রেন

নয়াদিল্লি ও মেন্দিপাথার (মেঘালয়) : অভয়াপুরী-পঞ্চরত্ন; দুধনাই-মেন্ডিপাথর সেকশনে রেল বৈদ্যুতিকীকরণের কাজ সম্পূর্ণ হওয়ার পর মেঘালয়ে এই প্রথম বৈদ্যুতিক ট্রেনের সুযোগ পৌঁছে গেল। এই ঘটনায় বিশেষ আনন্দ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। পিআইবি মেঘালয়ের একটি ট্যুইট বার্তা তুলে ধরে শ্রী মোদী বলেছেন : “মেঘালয়ের জন্য এ হল এক দারুণ খবর! উত্তর-পূর্বাঞ্চলের যোগাযোগ ব্যবস্থার প্রসারের ক্ষেত্রেও এই […]