বৈদ্যবাটি ও মছলন্দপুর : প্রায় ২৪ ঘন্টা অতিক্রান্ত, এখনো খোঁজ মিলল না উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী সুদীপের। বাড়ির সকলেই চিন্তিত। গতকাল থেকেই নিমাই তীর্থের ঘাটে পরে রয়েছেন মামা বাড়ির সকলে। হুগলি থেকে সংবাদদাতা জানিয়েছেন, তারকেশ্বরের মন্দিরে জল ঢালতে যাবার জন্য বৈদ্যবাটি নিমাই তীর্থ গঙ্গার ঘাটে স্নান করে জল নিতে নামে সুদীপ সর্দার। তার সঙ্গে ছিলেন এলাকার আত্মীয়-স্বজন […]