তন্ময় ভৌমিক, হিন্দমোটর, হুগলী: হুগলীর হিন্দমোটরে আকাশ থেকে ভেঙে পড়ল বিমান, সোমবার বিকেলে এমনটাই ভেবে ছিল সেখানকার স্থানীয় বাসিন্দারা। ঘটনাস্থলে আসে উত্তরপাড়া থানার পুলিশ। মানুষজন নিজেদের ছাদে উঠে মোবাইলে ক্যামেরা বন্দি করে সেই দৃশ্য। তবে মজার বিষয়, যেটিকে বিমান ভেবেছিল সেটি আসলে ড্রোন! তবে এত বড় ড্রোনই বা কি করছিল হিন্দমোটরের আকাশে! গোটা ঘটনায় এলাকায় […]