গোবরডাঙা, উত্তর ২৪ পরগনা : পথের ধারে জঙ্গল পরিষ্কার করে একের পর এক ফুলের চারাগাছ লাগিয়ে চলেছে গোবরডাঙার “ইচ্ছে উড়ান”। তাদের প্রয়াস গোবরডাঙা শহরকে সৌন্দর্যায়ন করা, সেই সঙ্গে সবুজায়নে নিজেদের জড়িয়ে রাখা। এই স্বেচ্ছাসেবী সংস্থার কাজে অনুপ্রাণিত হয়ে সমাজের বিভিন্ন পেশার মানুষেরা এদের সঙ্গে জড়িয়ে পড়লেন, গ্রহণ করলেন সদস্যপদ। সেই সমস্ত নতুন সদস্যদের অভিনন্দন ও […]