দেশ

২৪তম কার্গিল বিজয় দিবসের আগে ভারতীয় সেনার তিন বাহিনীর মহিলাদের নতুন দিল্লি-দ্রাস মোটরসাইকেল র়্যালি

নয়াদিল্লি : ১৯৯৯-এর কার্গিল যুদ্ধে পাকিস্তানকে পরাস্ত করার ২৪তম বার্ষিকীতে নারী শক্তির ভূমিকা তুলে ধরতে ভারতীয় সেনার তিন বাহিনীর মহিলাদের নতুন দিল্লি-দ্রাস মোটরসাইকেল র‌্যালির সূচনা হল। দিল্লির জাতীয় যুদ্ধ স্মারক থেকে ‘নারী সশক্তিকরণ মহিলা মোটরসাইকেল র‌্যালি’-র সূচনা করেন সেনাবাহিনীর প্রধান জেনারেল মনোজ পান্ডে। উপস্থিত ছিলেন বিশিষ্টজনেরা। র‌্যালিতে যোগ দিয়েছেন তিন বাহিনীর ২৫ জন মহিলা সদস্য। প্রায় হাজার কিলোমিটার পথ […]