নজরে বাংলা, হাওড়া : নবান্নের কাছে ওঙ্কারমল জেটিয়া রোডে ‘পল্লীবাসীবৃন্দ’ আয়োজিত জগদ্ধাত্রী পুজোর এবার ২৯ বছর। দক্ষিণ হাওড়ার সবচেয়ে বড় পুজো। শুক্রবার ষষ্ঠীতে পুজো শুরু হয়েছে, শেষ মঙ্গলবার। চন্দননগরের মতো সুউচ্চ সুসজ্জিত চালচিত্রযুক্ত নজরকাড়া প্রতিমা যথারীতি বজায় থাকলেও এবার করোনা আবহে নিয়ন্ত্রণবিধি মেনে অনেক কিছুরই কাটছাঁট হয়েছে। বাদ পড়েছে উদ্বোধন ও সাংস্কৃতিক অনুষ্ঠান। পুজোর নৈবেদ্যে চালু […]