রাজনীতি রাজ্য

ঝাড়খণ্ড পার্টির প্রার্থী হচ্ছেন বীরবাহা হাঁসদা, আনুষ্ঠানিক ঘোষণা করল দল

নজরে বাংলা, ঝাড়গ্রাম : এক সাংবাদিক বৈঠক করে একথা পরিস্কার জানালেন ঝাড়খণ্ড পার্টির (নরেন) ও ঝাড়খণ্ড অনুশীলন পার্টি-র জোটের নেতারা। ঝাড়গ্রাম আসনে বীরবাহা হাঁসদার নাম ঘোষণা করা হয়েছে জোট প্রার্থী হিসেবে। ঝাড়খণ্ড পার্টি নেত্রী চুনিবালা হাঁসদা ও অনুশীলন পার্টির সভাপতি আদিত্য কিস্কুরা জানান, ‘বীরবাহার প্রচারে একসঙ্গে নামবে দুই দ‌লের কর্মীরা। বাঁকুড়ায় জোটের প্রার্থী হচ্ছেন অনুশীলন […]