বিশেষ প্রতিবেদনরেল লাইনের ধারে গিয়ে দাড়ালে মনে হচ্ছিলো দুটি পাইথন এঁকে-বেঁকে ছুটে যাচ্ছিল কোনো এক অজানার খোঁজে, হঠাৎ কোনও এক মহা প্রলয়ে নিথর। রাজপথ গুলো যেনো মৃত শঙ্খচুড়। শহর যেনো প্রাগৈতিহাসিক। থমথমে, ফ্যাকাশে মায়ের কোলে বদমেজাজি শিশু, কর্মহীন শ্রমিকের ঘোলাটে চোখ, অনাহারে ক্লান্ত শিল্পীর চোখে জোছনা যেনো কাফন। ভয় পেতে পেতে মস্তিষ্ক যখন অসংলগ্ন প্রায়, […]