বাদুড়িয়া, উত্তর ২৪ পরগনা : এবার লক্ষ্মীর ভান্ডার পেতে কোন ঝামেলা নেই। শুধুমাত্র আধার কার্ডের জেরক্স জমা দিলেই দুয়ারে সরকার থেকে মিলবে লক্ষীর ভান্ডার পাওয়ার ছাড়পত্র। আগে এই প্রকল্পের আওতায় আসার জন্য আধার কার্ডের সঙ্গে স্বাস্থ্যসাথী কার্ডের জেরক্স জমা দিতে হতো। রাজ্যজুড়ে আবার দুয়ারে সরকার চালু হয়েছে। রাজ্যের অন্যান্য ব্লকের মতো বাদুরিয়া ব্লকেও ১২৬টি কেন্দ্রে […]