স্বপন কুমার দাস, নজরে বাংলা, মছলন্দপুর (উত্তর ২৪ পরগনা) : করোনা অতিমারীর দ্বিতীয় ঢেউ দেশজুড়ে আছড়ে পড়ার পরে দেখা দিয়েছে অক্সিজেন সিলিন্ডারের অপ্রতুলতা। রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার যদিও এই ঘাটতি মেটাতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে, তথাপি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থাও এগিয়ে এসেছে সাহায্য করতে। মালয়েশিয়ার অভিযান রিক্রিয়েশন ক্লাবের আর্থিক সহায়তায় এবং ‘মছলন্দপুর সারদা সেবাশ্রম’-এর উদ্যোগে […]