খেলা

অতনু দাস এবং মেহুলি ঘোষকে যুব ও ক্রীড়া মন্ত্রকের টার্গেট অলিম্পিক পোডিয়াম প্রকল্পে পুনরায় যুক্ত করা হয়েছে

টপস্‌, উন্নয়ন গোষ্ঠীতে তরুণ শ্যুটার তিলোত্তমা সেনকে অন্তর্ভুক্ত করা হয়েছে নয়াদিল্লি: অলিম্পিয়ান তীরন্দাজ এবং বিশ্ব চ্যাম্পিয়নশিপে রৌপ্য পদক বিজেতা অতনু দাসকে এই বছর ঘরোয়া ক্ষেত্রে তাঁর ফলাফল এবং তীরন্দাজী বিশ্বকাপ প্রতিযোগিতায় ফলাফলের ভিত্তিতে পুনরায় যুব ও ক্রীড়া মন্ত্রকের টার্গেট অলিম্পিক পোডিয়াম প্রকল্পে যুক্ত করা হয়েছে। অতনুর সংগ্রহে রয়েছে ৬৭৩ পয়েন্ট। পুরুষদের রিকার্ভ ব্যক্তিগত তালিকায় তিনি চতুর্থ […]