মুর্শিদাবাদ : আজ ১৭ জুলাই সেই শুভ সন্ধিক্ষণ। কে হবে মুর্শিদাবাদ পৌরসভার চেয়ারম্যান। গত ১৪ জুন বিজেপি থেকে যোগ দেওয়া তিনজন কাউন্সিলর সহ মোট নজন তৃণমূল কাউন্সিলর, চেয়ারপারসন ললিতা দাস নন্দীর বিরুদ্ধে অনাস্থা আনেন। ললিতা দাস নন্দী এই অনাস্থার বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ হন বলে তিনি জানান। মুর্শিদাবাদ পৌরসভার আসন সংখ্যা ১৬টি এর মধ্যে ৯টি […]