নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দিল্লির প্রগতি ময়দানের ভারত মণ্ডপম-এ নবম ‘জাতীয় তন্তুবায় দিবস’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং জাতীয় ইনস্টিটিউট দ্বারা তৈরি ‘ভারতীয় বস্ত্র ইভম শিল্প কোশ – বস্ত্র ও কারুশিল্পের একটি ভান্ডার’ ই-পোর্টাল চালু করেন। প্রধানমন্ত্রী এ উপলক্ষে প্রদর্শিত প্রদর্শনীও পরিদর্শন করেন এবং তাঁতীদের সঙ্গে মতবিনিময় করেন। প্রধানমন্ত্রী তাঁদের সহায়তার জন্য নানা […]