নয়াদিল্লি : প্রতিষ্ঠানের ভাইস চেয়ারম্যান হিসেবে শ্রী সুমন বেরিকে স্বাগত জানিয়েছে নীতি আয়োগ। তিনি পয়লা মে, ২০২২ থেকে এই পদে নিযুক্ত হলেন। অভিজ্ঞ অর্থশাস্ত্রী এবং গবেষণা নিয়ন্ত্রক শ্রী বেরি, ভারত সরকারের এই অগ্রণী চিন্তন সংস্থার প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন। তিনি ডঃ রাজীব কুমারের স্থলাভিষিক্ত হলেন। শ্রী বেরি বলেন, “রাজীব কুমার আমার জন্য এমন এক […]