নজরে বাংলা, গোবরডাঙ্গা (উত্তর ২৪ পরগনা) : চিকিৎসায় গাফিলতিতে এক গৃহবধূর মৃত্যু ঘিরে উত্তপ্ত হয়ে উঠল গোবরডাঙ্গা। ২৩ জুলাই স্থানীয় ইডেন নার্সিংহোমে ভর্তি হন ঠাকুরনগরের কারোলা গ্রামের বেবী হীরা(৪৫)। স্বামী অম্বরিশ হীরা। ২৪ তারিখ তাঁর গলব্লাডার অপারেশন হয়েছিল। রবিবার বিকেল পাঁচটায় ওই নার্সিংহোম থেকে অবস্থা খারাপ হওয়ায় সল্টলেকের অন্য নার্সিংহোমের উদ্দেশ্যে রওনা দিয়েছিল ওঁর পরিজনরা। […]