অনুপ কুমার বর্ধন তোমার দু’চোখে ছিল স্বপ্নএটা নয় আমার কল্পনা নিন্দুকদের এটা হয়নি সহ্যকরেছে পিছে অনেক জল্পনা। তোমার চোখের মায়াতেআমি নিজেকে খুঁজে পেয়েছিলামতোমার অভাবের ছায়াতেএ কোন মায়ার জালে জড়ালাম। তোমার দু আঁখির কোল জুড়েনামে যখন শ্রাবণের ধারাকষ্ট পেয়েছো ভেবে আমারচোখে নেমে আসে ঝরনার ধারা। শম্পা তোমার সরল চাহনিতে ছিলঅনেক না বলা কথাচঞ্চল নয়নে ছিল তোমারস্বার্থান্বেষী […]