কোচবিহার রাজ্য

২০টি অজগরের ডিম উদ্ধার কোচবিহারে

কোচবিহার: কোচবিহারের পূর্ব কমেশ্বরী রোডের একটি বাড়ি থেকে ৮ ফুটের একটি অজগর উদ্ধার করল বন দপ্তর। পাশাপাশি ২০টি অজগরের ডিম উদ্ধার হয়েছে। বুধবার প্রথমে অজগরটিকে দেখতে পান স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে সেখানে পৌঁছান বনকর্মীরা। অজগর সহ ডিমগুলোকে উদ্ধার করা হয়। বন দপ্তরের এডিএফও বিজনকুমার নাথ জানিয়েছেন, বার্মিস পাইথনটিকে নিরাপদে ছেড়ে দেওয়া হবে। ডিমগুলিও নিরাপদে রাখা […]