স্বপন কুমার দাস “বাইশে শ্রাবণ” “তোমার জ্যোতিষ্ক তারেযে পথ দেখায়সে যে তার অন্তরের পথ,সে যে চিরস্বচ্ছ,সহজ বিশ্বাসে সে যেকরে তারে চিরসমুজ্জ্বল…” রোগশয্যায় মুখে মুখে লাইনগুলো বলে গিয়েছিলেন তিনি। লিখে নিয়েছিলেন কন্যাসমা রানি চন্দ। তখনও কেউ ভাবেননি, আর কখনও তিনি কলম ধরে লিখবেন না। অমৃতলোকে যাত্রার আগে এই তাঁর শেষ কবিতা—- ”তোমার সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ […]