করুণময় চ্যাটার্জী, কলকাতা : শুক্রবার ১২ এপ্রিল টালিগঞ্জের গল্ফ ক্লাব রোডের ফিল্ম সার্ভিস-এর ধ্বনি রেকর্ডিং স্টুডিওতে হয়ে গেল অঞ্জন চৌধুরীর কন্যা রীনা চৌধুরী পরিচালিত “ছায়া সূর্য” ছবির গানের রেকর্ডিং।আজ এই ছবির গানে কন্ঠ দিলেন অণ্বেষা। সংগীত পরিচালনা করেছেন অতুনু দাশগুপ্ত। গীতিকার ভবিষ্যত চৌধুরী এই ছবিতে অসাধারণ ছটা গান লিখেছেন। ছবিতে অভিনয় করেছেন সাহেব চ্যাটার্জী, বিদিশা […]