গোবরডাঙ্গা, উত্তর ২৪ পরগনা : প্রশাসনের দরজায় দরজায় ঘুরেছেন স্থানীয় গ্রামবাসীরা। রাস্তা তৈরি শুরু হয়ে আবার বন্ধ হয়ে যায়। যেটুকু রাস্তা তৈরি হয়েছিল তার ছাল বাকল উঠে দৈন্যদশায় পরিণত হয়েছে। দীর্ঘ পাঁচ বছর এভাবে চলার পর একপ্রকার বাধ্য হয়েই এলাকার গ্রামবাসীরা হাবরা মছলন্দপুর রোডের পায়রাগাছি মোড়ে জলের ড্রাম, বাঁশ এবং বেঞ্চ দিয়ে রাস্তা অবরোধ করেন। […]