রাজ্য

রায়ানের শিবমন্দিরে চলছে শিবরাত্রি ব্রত

রাহুল রায়, পূর্ব বর্ধমান: এই জেলার রায়ান গ্ৰামে রয়েছে দক্ষিণেশ্বরের আদলে শিবমন্দির। গ্ৰামবাসীদের কাছ থেকে শোনা যায়, এই শিবমন্দির প্রায় ৩০০ বছর আগের পুরানো। দক্ষিণেশ্বর শিবমন্দির পক্ষ থেকে শিবরাত্রি পূজা অনুষ্ঠিত হচ্ছে রায়েন গ্রামের। রায়ান গ্ৰামে বহু দূর দূরান্ত থেকে ভক্তরা এসে তারা শিবের মাথায় জল ঢালা থেকে শুরু করে পূজা দিচ্ছেন। আগামীকাল নরনারায়ণ সেবা হবে। […]