বিনোদন সাহিত্য

অনুগল্প : রোদ্দুর

পপি রায় হঠাৎ আমার জানালায় ঠকঠক করতেই নাক ভুরু কুঁচকে তাকালাম তার দিকে। সকালবেলা কে এমন ঘুম ভাঙাবে? ওমা রোদ্দুর যে তুমি আমার জানলায়? আড়মোড়া ভেঙে তার দিকে তাকিয়ে একটু হাসি তে কি অপূর্ব সুখ পেলাম। তাকিয়ে রইলাম অনেকক্ষণ ।চোখে চোখ মেলাতে যেন বলে উঠল ও মেয়ে ওঠো । আমি রোজ সকালে তো আসি তোমায় […]