উত্তর ২৪ পরগনা রাজ্য

সাংবাদিক ও পুলিশদের ভাইফোঁটা দিলেন পুলিশ বোনেরা

হাবরা ও গোবরডাঙ্গা, উত্তর ২৪ পরগনা : এ যেন একটি পরিবার। অনুসূয়া, আলপনা, মল্লিকা, প্রীতিলতারা তাঁদের নিত্যদিনের সঙ্গী সহকর্মী এবং ঊর্ধ্বস্তন অফিসারদের কথা ভোলেননি। নিজেদের সঞ্চিত অর্থ দিয়ে হৃদয়ের অন্তঃস্থল থেকে ভাইফোঁটার ব্যবস্থা করেছিলেন। সমস্ত মাঙ্গলিক অনুষ্ঠানই সারলেন থানার চৌহদ্দিতে। বড়দের আশীর্বাদ এবং ছোটদের প্রণাম নিলেন। এক অন্য ধরনের অনুভূতিতে সকলেই আপ্লুত। এই ব্যবস্থাপনার জন্য ধন্যবাদ […]