ক্রাইম পঞ্চায়েত মুর্শিদাবাদ রাজ্য

ডোমকলে ১৫টি তাজা সকেট বোমা উদ্ধার

ডোমকল : আর এক সপ্তাহ নেই পঞ্চায়েত নির্বাচনের বাকি। মুর্শিদাবাদ জেলায় ফের ডোমকল থেকে উদ্ধার তাজা সকেট বোমা। ডোমকলের ঘোড়ামারা পঞ্চায়েতের নিশ্চিন্তপুর এলাকার একটি ঝোপ থেকে উদ্ধার হয় বোমাগুলি। শনিবার সকালে বোমার ব্যাগ ও বালতি দেখতে পান স্থানীয়রা। তারপরেই খবর দেওয়া হয় ডোমকল থানার পুলিশকে। সেইমতো খবর পেয়ে ঘটনাস্থল থেকে ১৫টি তাজা সকেট বোমা উদ্ধার […]