সাকিব হাসান, নজরে বাংলা, সোনারপুর (দক্ষিণ ২৪ পরগনা) : শুধুমাত্র অফিসের কাজের মধ্যে সীমাবদ্ধ না থেকে সমাজসেবার তাগিদে মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন সোনারপুর জিআরপি (গভর্মেন্ট রেলওয়ে পুলিশ)। সম্প্রতি এদের পক্ষ থেকে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়।উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনারপুর জিআরপি-র প্রধান প্রশাসক ঋকবেদ সাহা। তৎসহ উপস্থিত ছিলেন এস.আই কিশোর লাল দাস সহ অন্যান্য […]