শিক্ষা ও পেশা

লকডাউন পাঠশালার মাধ্যমে শালবনীতে শিক্ষককে অবসরকালীন সম্বর্ধনা

নজরে বাংলা, শালবনী (পশ্চিম মেদিনীপুর) : এই জেলায় জঙ্গলমহলের শালবনীর ১০ নং কর্নগড় গ্রাম পঞ্চায়েতের চৈতা জুনিয়র বিদ্যালয় প্রাঙ্গণে শনিবার লকডাউন পাঠশালার আয়োজন করে সদর উত্তর চক্র তৃণমুল প্রাথমিক শিক্ষক সমিতি। আজকের কর্মসূচীর সূচনা করেন উপস্থিত শিক্ষক শিক্ষিকাদের সাথে চৈতা গ্রামের নির্বাচিত পঞ্চায়েত সঞ্জয় সিং বৃক্ষরোপণের মাধ্যামে। অনুষ্ঠানের শুরুতে সমিতির সভাপতি তন্ময় সিংহ বলেন আগামী […]