শান্তনু পান, পশ্চিম মেদিনীপুর : কর্তব্যরত রেলকর্মীর তৎপরতায় রক্ষা পেল একটি জীবন। গত বৃহস্পতিবার দক্ষিণ-পূর্ব রেলের খড়্গপুর ডিভিশনের হাওড়া – খড়গপুর শাখার বালিচক স্টেশনে গ্রুপ-ডি রেলকর্মী সতীশ কুমার ডিউটি করছিলেন। নিত্যদিনের মতো তিনি সকাল সাড়ে পাঁচটা নাগাদ সিগন্যাল এক্সচেঞ্জের কাজ করার জন্য সবুজ ফ্ল্যাগ উড়িয়ে প্ল্যাটফর্মের ধারে দাঁড়িয়ে আছেন। হঠাৎ দেখেন বালিচক দু’ নম্বর প্ল্যাটফর্মের রেললাইনের ওপর এক ভিক্ষুক অসহায় অবস্থায় পড়ে রয়েছে। ওই সময়ে দু’নম্বর আপ লাইন দিয়ে একটি মালগাড়ি আসছিল। সতীশ কুমার দেখতে পান মালগাড়িটি মাত্র ৫০ মিটার দূরে। সময় নষ্ট না করে তিনি সঙ্গে সঙ্গে ফ্র্যাগ প্লাটফর্মের ওপর ছুড়ে দিয়ে লাইনের উপর লাফ দিয়ে নেমে গিয়ে লাইনে পড়ে থাকা ভিক্ষুককে টেনে লাইনের পাশে নিয়ে আসেন।
এই সমস্ত ঘটনাই সিসিটিভির ক্যামেরায় ধরা পড়ে। এই দৃশ্য নেট দুনিয়ায় ভাইরাল হয়ে যায়। রেলকর্মী সতীশ কুমারের এহেন জনহিতকর কাজে স্টেশনে উপস্থিত যাত্রীদের পাশাপাশি তাঁর সহকর্মীরা ও স্টেশন ম্যানেজার দশরথ বৈরাগী প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠেন। রেল কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে সতীশ কুমার-কে সম্মানিত করা হবে। তাঁর এই কাজে ভারতীয় রেল খুবই গর্বিত।