প্রশান্ত সামন্ত, তমলুক, পূর্ব মেদিনীপুর : আজ সকাল ১০টা নাগাদ হৃদরোগে আক্রান্ত হয়ে বাড়িতে মারা যান নকুল সামন্ত বাবু। বয়স ৮২ বছর। বাড়ি বড়াঘুনি, জালপাই ২, শশীগঞ্জ,চণ্ডীপুর, পূর্ব মেদিনীপুর। প্রতিবেশী মানস সামন্তের কাছ থেকে খবর পেয়ে চৌখালি চাকনান এর মনিশঙ্কর মাজী ও মানসবাবু পরিবারের সদস্যদের নকুলবাবুর মরনোত্তর চক্ষুদান করার জন্য রাজি করিয়ে আমাকে ফোন করেন। আমি দ্রুত বিবেকানন্দ মিশন আশ্রম নেত্র নিরাময় নিকেতন আই ব্যাংকের (চৈতন্যপুর, হলদিয়া) টিম নিয়ে নকুলবাবুর বাড়িতে পৌঁছই এবং কর্নিয়া দুটি সংগ্রহ করা হয়। নকুল সামন্তর আত্মার শান্তি কামনা করি।পুত্র চন্দন সামন্ত,স্বপন সামন্ত,মানস সামন্ত,মনোজ সামন্ত সহ পরিবারের সদস্যদের সমবেদনা জানাই।
কৃতজ্ঞতা জানাই আই ব্যাংকের রাজকুমার সাহু ও পবিত্র মাইতি দাদাকে। আন্তরিক কৃতজ্ঞতা জানাই মনিশঙ্কর মাজী দাদা ও মানস সামন্ত দাদাকে, ওনাদের প্রচেষ্টায় কর্নিয়া দুটি সংগ্রহ হওয়ার জন্য। উল্লেখ্য, মনিশঙ্কর মাজী দাদার সহযোগিতায় আগেও কয়েকজনের কর্নিয়া সংগ্রহ করা হয়েছে। অশোক পাইক, সৌমেন গায়েন, রবীন্দ্রনাথ কর দাদাদের মত মরনোত্তর চক্ষুদান এর কাজে মনিশঙ্কর মাজী দাদার সহযোগিতা আগামী দিনেও পাব এই কামনা করি।
