নজরে বাংলা, বারাসাত, উত্তর 24 পরগনা : কল করেছেন আজব রকম/ চন্ডীদাসের খুড়ো–/ সবাই শুনে সাবাস বলে/ পাড়ার ছেলে-বুড়ো। —এইরকমই শিশুদের মনভোলানো ছড়ার মেলা বারাসাত নোয়াপাড়া কমলা ভিলেজের শিশু উদ্যানের দেওয়ালে দেওয়ালে। কেবল ছড়াই নয়, দেওয়ালের কোণায় কোণায় কার্টুনের সুসজ্জিত ছবি আঁকা রয়েছে যা শিশুদের মন ভোলাতে যথেষ্ট।
গত রবিবার কমলা ভিলেজে মহাধূম ধামে শিশু উদ্যানের আনুষ্ঠানিক উদ্বোধন হলো। উদ্বোধন করেন কমলা ভিলেজের বরিষ্ঠ আবাসিক মিহির কান্তি দে এবং কনিষ্ঠ সদস্য আরিয়ান বসু। সমগ্র দেওয়াল জুড়ে তার তুলির ছোঁয়ায় ঝলমল করছে পরিবেশ তিনি হলেন অর্ক আর্টের শিল্পী শ্রী বিশ্বাস।
উদ্বোধন শেষে মিষ্টি মুখ করা হয়। কবিপক্ষে রবীন্দ্র জয়ন্তী পালিত হল বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান নাচ, গান, সংগীত ও কবিতা আবৃত্তির মাধ্যমে। কমলা ভিলেজের শিশু, মহিলা, বৃদ্ধ-বৃদ্ধাদের অসীম উদ্দীপনায় অনুষ্ঠান সার্বিকভাবে সফল হয়েছে।
অনুষ্ঠান পরিচালনা করেন অভিজিৎ বন্দোপাধ্যায়। পরিকল্পনায় – কমলা ভিলেজ অ্যাপার্টমেন্টস ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সুকৃৎ বসু, পাপিয়া বোস, বিক্রম সরকার, পীযূষ কান্তি কর এবং কোর-কমিটি সদস্যরা।