সুদীপ ঘোষ, ঝাড়গ্রাম : নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার ধারে নয়ানজুলিতে ঢুকে পড়ল ট্রাক্টর। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে, গোপীবল্লভপুর ২ ব্লকের বরামচটি এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন ট্রাক্টরের চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে নয়ানজুলিতে ঢুকে পড়লে ঘটনাস্থলেই ট্রাক্টর চাপা পড়ে মৃত্যু হয় বছর ৪৫ এর ট্রাক্টর চালকের।
মৃত ট্রাক্টর চালকের নাম প্রদ্যুৎ ঘোষ। তার বাড়ি চৈনিশোল এলাকায়। রীতিমতো এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে বেলিয়াবেড়া থানার পুলিশ। খবর জানাজানি হতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।