ঠাকুরনগর, উত্তর ২৪ পরগনা : সেঞ্চুরির পর সেঞ্চুরি হাঁকিয়ে যাচ্ছে কেন্দ্রীয় সরকার। আগেই সেঞ্চুরি পার করেছে পেট্রোলের দাম, তারপরেই ডিজেল। রান্নার গ্যাসের দাম আকাশছোঁয়া। জীবনধারণের জন্য মানুষের নাভিশ্বাস উঠছে। রাজ্যব্যাপী শুরু হয়েছে প্রতিবাদ, বিক্ষোভ।
দেশজুড়ে পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাস সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে উত্তর ২৪ পরগনা জেলার গাইঘাটা ১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এক মহামিছিলের আয়োজন করা হয় শনিবার বিকেলে। ঠাকুরনগর রেলস্টেশন সংলগ্ন দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিল শুরু হয়ে ঠাকুরনগরের বিভিন্ন অঞ্চল পরিক্রমা করে।
মিছিলে নেতৃত্ব দেন গাইঘাটা পঞ্চায়েত সমিতির সভাপতি গোবিন্দ দাস, সহ-সভাপতি ইলা বাগচী, তৃণমূল নেতা নরোত্তম বিশ্বাস, বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি গোপাল শেঠ, চেয়ারম্যান শংকর দত্ত, গাইঘাটা পূর্বের ব্লক সভাপতি শ্যামল সরকার, মছলন্দপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান তাপস কুমার ঘোষ সহ সকল নেতৃত্বে। মিছিলে উপস্থিত ছিলেন হাজারেরও বেশি তৃণমূল কংগ্রেসের কর্মী ও সমর্থকরা। গাইঘাটা পঞ্চায়েত সমিতির সভাপতি গোপাল দাস বলেন, দেশজুড়ে দ্রব্যমূল্যের গতি আকাশছোঁয়া। দেশের মানুষ মোদী সরকারকে আর চায় না। মোদী হটাও, দেশ বাঁচাও। আমাদের রাজ্যের মহিলারা লক্ষ্মীর ভান্ডার থেকে যে টাকা পাচ্ছেন তা দিয়েও রান্নার গ্যাস কিনতে পারছেন না। তাই সাধারণ মানুষ আজ মহামিছিলে পা মিলিয়েছেন।