গোবরডাঙা, উত্তর ২৪ পরগনা : পেট্রোপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে রবিবার বিকেলে বেড়গুম ২নং অঞ্চল তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে এক মহামিছিলের আয়োজন করা হয়। পায়রাগাছি বাজার থেকে মিছিল শুরু হয়ে কাছারিবাড়িতে গিয়ে শেষ হয়। মিছিল আরম্ভ হওয়ার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশপুতুল দাহ করা হয়। ফেস্টুন, ফ্ল্যাগ ও পোস্টার নিয়ে কর্মীরা কেন্দ্রের অপশাসনের বিরুদ্ধে স্লোগান তোলেন। মিছিলে উপস্থিত ছিলেন বেড়গুম ২নং গ্রাম পঞ্চায়েতের তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি শংকর ঘোষাল, গ্রাম পঞ্চায়েত প্রধান রুমা সরকার, পঞ্চায়েত সদস্য তথা গাইঘাটা দক্ষিণ ব্লকের এসসি ওবিসি সেলের সহ-সভাপতি অর্জুন ব্যাপারী, আইএনটিটিইউসির সভাপতি কমল মিত্র, মছলন্দপুর ১নং গ্রাম পঞ্চায়েতের প্রধান তথা গাইঘাটা দক্ষিণ ব্লকের সভাপতি তাপস কুমার ঘোষ, যুব নেতা নিরুপম রায়, বনগাঁ সাংগঠনিক জেলার তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সন্দীপ দেবনাথ, স্বাধীন মিত্র, বনগাঁ সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান শংকর দত্ত সহ বেড়গুম ২নং গ্রাম পঞ্চায়েতের সকল তৃণমূল সদস্য ও কর্মী ও সমর্থকবৃন্দ।
