মালদা : উত্তাল গঙ্গায় স্নান করতে গিয়ে সলিল সমাধি হল চতুর্থ শ্রেণীর দুই নাবালিকার। একজনকে উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বৈষ্ণবনগর থানার চরসুজাপুর শক্তিমণ্ডল পাড়া এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছায়। মৃতদের নাম শ্রীপর্না রজক(১১) ও কোয়েল রজক (১০)। পূর্ণিমা রজক-কে উদ্ধার করা হয়েছে। এদিন দুই পরিবারের তিন নাবালিকা স্থানীয় গঙ্গার ঘাটে স্নান করতে যায়। সেই সময় অসতর্কতাবশত তিনজনই তলিয়ে যায় গঙ্গা নদীতে। স্থানীয়রা তাদেরকে দেখতে পেয়ে তড়িঘড়ি উদ্ধারকার্যে হাত লাগান। একজনকে উদ্ধার করা হয়। বাকি দুই জনকে ঘন্টাখানেক পর উদ্ধার করা হলেও তাদের শারীরিক অবস্থার অবনতি হতে থাকলে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসার পথে মৃত্যু হয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে বৈষ্ণবনগর থানার পুলিশ পৌঁছায়। এই ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
