আলিপুর, দক্ষিণ ২৪ পরগনা : চাকরি স্থায়ীকরণের দাবিতে আজ আলিপুরে দক্ষিণ ২৪ পরগনার চুক্তিবদ্ধ অস্থায়ী স্বাস্থ্যকর্মীরা (NHM) জেলাশাসকের কাছে ডেপুটেশন দিলেন। তাদের অভিযোগ গত ১৫ধরে তাঁরা জেলার বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে স্বাস্থ্য পরিষেবার কাজে নিযুক্ত রহেছেন। সরকার গত২০১৬ সালে সাকুলার দিয়ে জানায় সরকার চুক্তিবদ্ধ অস্থায়ী কর্মিরাদের স্থায়ী করা হবে। কিন্তু তাদের দপ্তর সে ব্যাপারে আজও কোনো উদ্যোগ নেয়নি। West Bengal National Health Mission Joint Association দক্ষিণ ২৪ পরগনা শাখার উদ্যোগে আজ এই ডেপুটেশন দেওয়া হয়।
শতাধিক NHM ও NUHM এর অস্থায়ী স্বাস্থ্যকর্মী অংশ নেন। এই কর্মীদের চাকরি স্থয়ীকরণের পাশাপাশি করোনা আতিমারিতে নিহত কর্মীদের পরিবারের এক সদস্য কে চাকরি দেওয়ার দাবি জানানো হয়েছে বলে জানান সংগঠনের কেন্দ্রীয় কমিটির রামকৃষ্ণ সাহা। জেলাশাসক ড: পি উলগানাথান এই প্রতিনিধিদের সহযোগিতার আশ্বাস দিয়েছেন বলে জানা গেছে।