মছলন্দপুর, উত্তর ২৪ পরগনা : মানসিক অবসাদের জেরে আনুমানিক ২৪ বছরের এক যুবকের আত্মহত্যার ঘটনা ঘটলো উত্তর ২৪ পরগনা জেলার গোবরডাঙ্গা থানার অন্তর্গত মছলন্দপুর তদন্ত কেন্দ্রের অধীন সাদপুর এলাকায়। যুবকের নাম চিত্রায়ণ শাসমল, বাড়ি- বাঁকুড়া জেলায়।
স্থানীয় সূত্রে জানা যায়, এখানে থেকেই সে পড়াশোনা করছিল। চাকরির পরীক্ষাও দিচ্ছিল। কিন্তু চাকরি এখনও না মেলায় হতাশাগ্রস্ত হয়ে পড়ছিল। রবিবার দুপুরে যে বাড়িতে চিত্রায়ন থাকতো সেই বাড়ির লোকেরা ঘর থেকে কোনও সাড়া শব্দ না পাওয়ায় খোঁজ নিলে তাকে ঝুলন্ত অবস্থায় দেখে। সঙ্গে সঙ্গে তাকে হাবরা স্টেট জেনারেল হসপিটালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে।
তবে কি কারণে চিত্রায়ণ আত্মহত্যা করল তা পুলিশ তদন্ত করে দেখছে। চিত্রায়ণের বাড়ির লোকেদের খবর পাঠানো হয়েছে।
