হাবরা, উত্তর ২৪ পরগনা : পারিবারিক জমিবিবাদকে কেন্দ্র করে দাদার হাতে ভাই খুন হল হাবরা থানার পৃথিবা গ্রাম পঞ্চায়েতের যশুর গ্রামের ছাতিমতলায়। অভিযুক্ত দাদার নাম অভিজিৎ ঘোষ। মৃত ভাইয়ের নাম বীরু ঘোষ। অভিযুক্ত অভিজিৎ ঘোষ পলাতক। পুলিশ তার খোঁজে তল্লাশি চালাচ্ছে।
পরিবারের পক্ষ থেকে জানা যায়, রবিবার সন্ধ্যায় ছাতিমতলার ঘোষ পরিবারের প্রথম পক্ষের মেজো ছেলে অভিজিতের সঙ্গে দ্বিতীয় পক্ষের বীরুর কথা কাটাকাটি থেকে হাতাহাতি হয়। এরই মধ্যে অভিজিৎ ছুরি দিয়ে আঘাত করে বীরুকে। তারপর ঘটে মর্মান্তিক কান্ড। স্থানীয় প্রতিবেশীরা তাকে হাবরা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে।
অভিজিতের বাবার দুই বিয়ে। প্রথম পক্ষের দুই ছেলে ও এক মেয়ে এবং দ্বিতীয় পক্ষের এক ছেলে ও এক মেয়ে। মেয়েদের আগেই বিয়ে হয়ে গেছে। প্রায় বছর খানেক ধরে জমিবিবাদ নিয়ে অশান্তি চলছে। অভিজিৎ ও বীরু দুজনেই বিদেশে থাকত। লকডাউনের পর এখানে এসে বীরু নার্সারির ব্যবসা শুরু করে। বেশ কয়েকমাস ধরে মা ও ভাইকে বাড়ি ছেড়ে চলে যেতে বলে মেজো ভাই। এই নিয়ে অশান্তি রবিবার চরম পর্যায়ে পৌঁছায়। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে হাবরা থানার পুলিশ। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে।